বিল গেটস যিনি
এক সময় পৃথিবীর সবথেকে ধনী লোক ছিলেন । ওনাকে একটি ইন্টারভিউতে একটি মেয়ে
জিজ্ঞেস করে “আপনার ধনী হবার রহস্য কি ? কারন আমিও আপনার মতো
ধনী হতে চাই ।” তখন বিল গেটস উনার পকেট থেকে একটা ব্ল্যাংক চেক বের করে সাইন করে মেয়েটিকে দিয়ে
দেয় । আর বলে তুমি তোমার ইচ্ছে মত এমাউন্ট এখানে বসিয়ে নাও । তাহলে তুমিও ধনী
হয়ে যাবে । তখন ঐ মেয়েটি ব্ল্যাংক চেকটি
বিল গেটসকে ফিরিয়ে দেয় আর বলে । আমি
পরিশ্রম করে ধনী হতে চাই । আর পুনরায় একই প্রশ্ন করেন যে আপনার ধনী হবার রহস্য কি
?
আবারও বিল গেটস চেকটি কে মেয়েটিকে দেয় । আর
মেয়েটি ব্ল্যাংক চেকটি বিল গেটসকে আবার ফেরত দিয়ে দেয় । আর পুনরায় একই প্রশ্ন
জিজ্ঞেস করে । কিন্ত বিল গেটস চেকটি আবার মেয়েটিকে দেয় । কিন্তু মেয়েটি পুনরায়
চেকটি তাকে ফেরত দেয় । আর শেষ বারের মতো মেয়েটি আবার বিল গেটস কে বলে ,যে স্যার আপনি কেবল আমাকে ধনী হবার
রহস্য বলে দেন ।
তখন বিল গেটস
একটু হেসে বলে তোমার সামনে এখনই তিনটে সুযোগ ছিল ধনী হবার । কিন্তু তুমি চেক টা
ফেরত দিয়ে তিনটি সুযোগেই নিজের হাতে নষ্ট করেছ । আর আমি যদি তোমার জায়গায়
থাকতাম তাহলে এই সুযোগগুলোকে আমি কখনোই হারাতাম না ।
বন্ধুরা বিল গেটস আমাদের এটাই বোঝাতে চেয়েছেন । যে তিনি কখনোই কোনো অপরচুনিটি কে ছাড়ে না । আর এটাই ওনার সফলতা রহস্য । পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা এই অপরচুনিটি ছাড়া তো দূরের কথা এটাকে চিনতে পর্যন্ত পারে না । কারণ এরা না নতুন কিছু ভাবে, না নতুন কিছু করার সাহস রাখে । আর পৃথিবীর সব ধনী লোকগুলো অন্য কোন গ্রহ থেকে আসে নি, আর না এদের কাছে ভাবার জন্য চার-পাঁচটি মাথা থাকে । এরাও আপনারও আমার মত সাধারন মানুষ । কেবল পার্থক্য হলো এরা একটু আলাদা ভাবে চিন্তা করে । আমি এটা বলছি না যে জীবনে টাকার সম্পত্তি সবকিছু । কিন্তু জীবনের বাস্তবতায় হল টাকাই অনেক কিছু । আপনাকে টাকা পেছনে ছুটতে হবে না । কিন্তু আপনি নিজেকে এতটা শক্তিশালী অবশ্যই তৈরি করুন যাতে কখনোই কোনো কাজের জন্য কারো কাছে হাত
পাততে হয় । যখন মানুষের কাছে টাকা থাকে না তখন সে টাকা ইনকাম করার জন্য পাগল হয় । আর যখন তার কাছে টাকা চলে আসে তখন সেটাকে নষ্ট করার জন্য পাগল হয়ে যায় । আপনি কিভাবে টাকা ইনকাম করেন, কত টাকা ইনকাম করে্ সেটা থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ইনকাম করা টাকা কিভাবে ম্যানেজ করেন ।
যারা নতুন অপরচুনিটি গুলিকে বুঝতে পারেনা নতুন আইডিয়াতে কাজ করতে পারেনা টেকনোলজি ও সময়ের সাথে চলতে পারে না । এরা আগামী দিনে নিজের সমস্ত সম্পত্তি কে হারিয়ে ফেলবে । আজকাল নতুন কিছু শিখেই আপনি সফলতার জন্য নতুন রাস্তা খুলতে পারেন । কিন্তু বেশিরভাগ লোক পরিবর্তন কে ভয় পায় । নতুন কিছু করতে ভয় পায় । তাই আপনিও যদি আগামী দিনে নিজেকে ধনীদের লিস্টে আনতে চান, আপনার স্বপ্ন গুলোকে পূরণ করতে চান । তাহলে জীবনের সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করুন , আপনার চারপাশের অপরচুনিটি গুলোকে চিনুন । সেটাকে বোঝার চেষ্টা করুন আর কখনোই কোনো অপরচুনিটি কে ছাড়বেন না । কারণ আপনি নিজেই জানেন না আপনার কোন সিদ্ধান্তটা আপনার জীবনটাকে বদলে দেবে । সবশেষে বিল গেটসের একটি বার্তা দিয়ে শেষ করতে চাই “যদি আপনি গরীব হয়ে জন্ম গ্রহণ করে থাকেন তাহলে সেটা আপনার দোষ নয় । কিন্তু যদি আপনি গরীব হয়ে মারা যান তাহলে তার জন্য কেবলমাত্র আপনি দায়ী ।”
0 Comments